GoPro Best Action Camera সম্পর্কিত এই আর্টিকেলে আপনাদেরকে জানাতে চেষ্টা করবো অ্যাকশন ক্যামেরা কী, কোন গুলোকে অ্যাকশন ক্যামেরা বলা হয়, ক্যামেরা কেনার সময় কোন বিষয়গুলো লক্ষ্য করে কিনতে হবে, সেরা অ্যাকশন ক্যামেরার দাম কত এবং কোথায় পাওয়া যাবে।
GoPro Action Camera ( অ্যাকশন ক্যামেরা) কী?
যদিও সকল ক্যামেরার কাজ একই। কিন্তু অ্যাকশন ক্যামেরা গুলো স্মার্টফোন ও অন্য সব সাধারণ ক্যামেরা থেকে আলাদা এবং বিভিন্ন ফিচারের দিক থেকে উন্নত।
অ্যাকশন ক্যামেরা গুলো মূলত ডিজিটাল ক্যামেরা যা আকারে ছোট, সহজেই বহনযোগ্য, ভিডিও রেকর্ডিং ফিচার সমৃদ্ধ ও পানি প্রতিরোধী বা ওয়াটারপ্রুফ হয়ে থাকে। এই ক্যামেরা গুলো আপনি যেকোনো জায়গায় রেখে ছবি অথবা ভিডিও শ্যুট করতে পারবেন অনায়াসেই।
উন্নতমানের প্রসেসর, সেন্সর, হাই রেজুলেশন ছবি ও ভিডিও রেকর্ড, রেকর্ড করা ছবি ও ভিডিওগুলো দ্রুত আদান-প্রদান, ভিডিও করতে স্লো-মোশন এর দারুণ কারসাজি আপনার কাজকে আরও আনন্দদায়ক করে তুলবে।
অ্যাকশন ক্যামেরা প্রস্তুতকারক প্রতিষ্ঠান গুলোর মধ্যে GoPro বিশ্ব বিখ্যাত একটি ব্র্যান্ড।
GoPro Action camera ও অন্য কোম্পানির ক্যামেরার মধ্যে পার্থক্য
হাই কোয়ালিটি সম্পন্ন অ্যাকশন ক্যামেরার কথা উঠলেই বর্তমানের ফটোগ্রাফারদের মনে GoPro নামটি চলে আসে। কেন আসে? অবশ্যই GoPro Action Camera তে ব্যবহারকারীরা সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্ট না হয়ে তো উপায় নেই।
কেননা GoPro এর ক্যামেরা গুলো দেখতে আকর্ষণীয়, সহজে বহন উপযোগী, দারুণ সব ফিচারে ভরপুর, হাই কোয়ালিটির ছবি ও ভিডিও, ওয়াটারপ্রুফ অর্থাৎ পানির মধ্যেও নিশ্চিন্তে রেকর্ড করার সুবিধা দিয়ে থাকে।
গভীর জঙ্গল, বড় ও উঁচু পাহাড়, সুইমিংপুল এমনকি নদীর মতো জায়গায়ও GoPro এর ক্যামেরা গুলো স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়। স্মার্টফোন, ডিএসএলআর ও অন্যান্য ক্যামেরা গুলো দিয়ে যেখানে এরকম জায়গায় ছবি কিংবা ভিডিও রেকর্ডিং করা নিয়ে চিন্তা করতে হয়, সেখানে গোপ্রো-এর ক্যামেরা দিয়ে সহজেই কাজ করা যায়।
তাহলে ভেবে দেখুন কেন GoPro Action Camera এত জনপ্রিয় এবং অন্যসব ক্যামেরা আর গোপ্রো-এর ক্যামেরা গুলোর পার্থক্য কী তা বুঝতে পারবেন।
এমনকি অন্যান্য ব্র্যান্ডের তুলনায় গোপ্রো-এর ক্যামেরার দামও কম। স্বল্প মূল্যে সেরা সব ফিচারের জন্যই গোপ্রো-এর সুনাম এখন বিশ্বজুড়ে।
ক্যামেরা কেনার সময় কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত?
আজকাল তো বাজারে ক্যামেরার অভাব নেই। দেশি-বিদেশি অনেক বিখ্যাত ও অখ্যাত কোম্পানির ক্যামেরা পাওয়া যায়। কিন্তু সব ক্যামেরাই কি একজন ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারের চাহিদা মেটাতে পারে?
– পারে না।
তাই ক্যামেরা কেনার সময় নিজের চাহিদা ও প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই শখের জিনিসটা কেনা উচিত। অন্য বিষয়গুলো খেয়াল রাখুন বা না রাখুন, ৪ টি বিষয় অবশ্যই খেয়াল রেখেই প্রিয় ক্যামেরাটি কিনুন।
যে বিষয়গুলো লক্ষ্য রেখে ক্যামেরা কেনা উচিত –
১. ছবি ও ভিডিও কোয়ালিটি
সব ক্যামেরায় ছবি তোলার জন্য। কিন্তু সবগুলোই ভিডিও রেকর্ডিং এর জন্য উপযুক্ত নয়। কেন নয়? কারণ, উন্নত টেকনোলজির এই যুগে সবাই চায় উন্নত রেজুলেশনের ভিডিও। তাই এখন 4K, 8K এর মতো ভিডিও রেজুলেশন গুলোর চাহিদা অনেক বেশি। 1080p রেজুলেশন এখনও মোটামুটি চললেও 480p, 720p খুব একটা চলে না বললেই চলে। বেশিরভাগ ভিডিও, চলচ্চিত্র, নাটক, সিরিজ ক্যামেরায় ধারণ করা হয়। তাই হাই রেজুলেশনের দিকেই সবার নজর থাকে।
কিন্তু সব কোম্পানির ক্যামেরা এই চাহিদা পূরণ করতে পারে না। দেখা যায় ক্যামেরার বর্ণনায় বলা হয়েছে 4K রেজুলেশন বিদ্যমান, কিন্তু ভিডিও করতে গেলেই ভিডিওগ্রাফারকে হতে হয় আশাহত।
আবার স্লো-মোশনে ভিডিও ধারণের সুবিধাও পাওয়া যায় না অন্যান্য অনেক কোম্পানির ক্যামেরায়। ফলে ভিডিওতে কোনো দৃশ্য দৃষ্টিনন্দন করে শ্যুট করা যায় না।
GoPro এর ক্যামেরা গুলোয় আশাহত হওয়ার সুযোগ নেই। কারণ, এই জনপ্রিয় ব্র্যান্ডের ক্যামেরা গুলো এমনভাবেই তৈরি করা হয়েছে যা উচ্চমাত্রার ভিডিও ধারণে সক্ষম। এমনকি 4K এরও অধিক রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে ও ঝকঝকে রঙিন ছবি দিতে পারে গোপ্রো-এর ক্যামেরা। এবং স্লো-মোশন দিয়ে নিখুঁতভাবে দৃশ্য ধারণ করা যায় এই ক্যামেরা গুলোয়।
২. বহনযোগ্যতা ও টেকসই গুণসম্পন্ন
একটি অ্যাকশন ক্যামেরা হতে হবে এমন যেটা সহজেই যেকোনো জায়গায় বহন করা যায়। এমনকি পানির নিচে নিয়েও যেন দৃশ্য ধারণ করা যায়। পানির নিচে, পাহাড়ে, বনে-জঙ্গলে, বাইকের সামনে, হেলমেটে, ঘরের কোণায় যেখানেই হোক না কেন সেখানেই যেন ক্যামেরা রাখা যায় এমন বহনযোগ্যতা ও টেকসই দেখেই একটি অ্যাকশন ক্যামেরা কেনা উচিত। একজন প্রফেশনাল ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারকে যেকোনো জায়গায়ই দৃশ্য শ্যুট করা লাগে। তাই এই বিষয়টি লক্ষ্য রেখে ক্যামেরা কিনতে হবে।
GoPro এর ক্যামেরা গুলো খুবই টেকসই গুণসম্পন্ন। আপনি যেকোনো জায়গায় বহন করতে পারবেন। দ্রুত চার্জ শেষ হওয়ার চিন্তাও থাকবে না। গোপ্রো-এর সকল অ্যাকশন ক্যামেরা-ই ওয়াটারপ্রুফ বিধায় পানির নিচেও নিয়ে যেতে পারা যায়। পানির ৩৩ ফুট গভীর থেকেও এই ক্যামেরা ব্যবহার করা যায় এবং পানির মধ্যকার বিভিন্ন দৃশ্য ধারণ করা যায় একদম স্বচ্ছভাবে।
৩. বিভিন্ন এডিটিং টুলস ও সংযোগের মাধ্যম
ছবি অথবা ভিডিও ধারণের পর তা মোবাইলে বা কম্পিউটারে আদানপ্রদান করা এবং কিছু দৃশ্য প্রয়োজনমতো এডিট করার সুবিধা থাকার বিষয়টিও অ্যাকশন ক্যামেরার এক বিশেষ ফিচার।
কোনো না কোনো কারণে আমাদেরকে বিভিন্ন তথ্য-উপাত্ত মোবাইল থেকে কম্পিউটারে আবার কম্পিউটার থেকে মোবাইলে আদানপ্রদান করার প্রয়োজন হয়। ক্যামেরার বেলায়ও তা প্রয়োজন। মোবাইল বা কম্পিউটারে ছবি অথবা ভিডিও আমরা নিজেদের ইচ্ছামতো এডিট করতে পারি। তাই ক্যামেরায়ও এই সুবিধা থাকা জরুরি।
গোপ্রো-এর প্রতিটি অ্যাকশন ক্যামেরায়ই এই সুবিধা রয়েছে, তাই ফাইল আদানপ্রদান ও এডিট করা নিয়ে কোনো চিন্তা নেই।
৪. দরকারী জিনিসপত্র
আপনি তো সবসময় ক্যামেরা নিজের হাতে ধরে রেখে দৃশ্য শ্যুট করতে পারবেন না। বিভিন্ন জায়গায় আপনাকে ক্যামেরা রেখে কাজ করতে হবে। মোবাইলে যেমন টাইমার চালু করে এক জায়গায় রেখে নিজের ছবি নিজেই তুলতে পারেন, ক্যামেরায়ও যেন এই সুবিধা পান সেটা খেয়াল রাখবেন।
উদাহরণস্বরূপ, আপনি একটি জঙ্গলে গেলেন শ্যুটিং করতে। সেখানে আপনি একা। সেই জায়গার রিভিউ করতে হবে আপনাকেই। তখন ক্যামেরা কোথাও রাখার জন্য প্রয়োজন একটি স্ট্যান্ডের। ট্রিপড (তেপায়া স্ট্যান্ড), হ্যান্ডেলার এর মতো জিনিস প্রয়োজন হয় কোথাও ক্যামেরা রাখতে।
আবার আপনি কোন ধরণ বা মোড (Mod) -এ দৃশ্য ধারণ করতে চান তার জন্যও নির্দিষ্ট মোডের প্রয়োজন। যেমন- ডিসপ্লে মোড, মিডিয়া মোড, লেন্স মোড, লাইট মোড ইত্যাদি মোড।
এই জিনিসপত্র প্রতিটি ক্যামেরার সাথে থাকা দরকার। এই জিনিসগুলো ব্যবহার করা যাবে এমন ডিজাইন ও মানের ক্যামেরা হলো গোপ্রো অ্যাকশন ক্যামেরা গুলো।
সেরা অ্যাকশন ক্যামেরা ও দাম
অ্যাকশন ক্যামেরার দুনিয়ায় GoPro Action Camera প্রথম সারির। GoPro Hero 10 ও GoPro Hero 11 কে বলা হয় ভার্সেটাইল বা বহুমুখী গুণসম্পন্ন অ্যাকশন ক্যামেরা। এই দুইটি মডেলের মধ্যে সেরা ভার্সেটাইল অ্যাকশন ক্যামেরা বলা হয়ে থাকে Hero 11 কে।
এই সেরা মডেল দু’টির দাম ও ডিটেইলস জানতে ক্লিক –
GoPro Hero 10
https://www.alaul.com/product/gopro-hero-10-action-camera/
GoPro Hero 11
https://www.alaul.com/product/gopro-11-action-camera/
কোন জায়গা থেকে কিনবেন?
alaul.com এক বিশ্বস্ত অনলাইন মার্কেটপ্লেস, যেখানে স্বল্প দামেই ভালো মানের অনেক পণ্য পাওয়া যায়। GoPro Action Camera কিনতেও আপনি কম দাম দিয়ে নিতে পারবেন এখান থেকে।
পরিশেষে বলবো,
শখের জিনিসের দাম কিছুটা বেশি দিয়ে হলেও মানুষ কিনতে চায়। দাম বেশি দেওয়ার পরও যদি চাহিদা অনুযায়ী সুযোগ-সুবিধা পাওয়া না যায়, তাহলে হতাশ ও প্রতারিত হওয়া ছাড়া আর কিছু করার থাকে না। GoPro Action Camera কিনুন আলাউল ডটকম থেকে এবং প্রিয় ক্যামেরায় পান আকর্ষণীয় ও উন্নত সব ফিচার।