রোলার স্কেটস যাকে বাংলায় বলা হয় চাকার জুতা। আধুনিক যুগে হাল ফ্যাশনের একটি অন্যতম অংশ হয়ে উঠেছে এটি। কিন্তু এর ইতিহাস অনেক পুরনো। রোলার স্কেট শুধু ট্রেন্ডের অংশই নয়, এটির শারীরিক উপকারিতাও রয়েছে। বাংলাদেশে রোলার স্কেটস বা চাকার জুতার দাম, এটি ব্যবহার করার উপকার, কোথায় এটি পাওয়া যায় এসব তথ্য আপনাদের সাথে শেয়ার করা হবে এই লেখায়।
রোলার স্কেটস বা চাকার জুতা
উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী জানা যায়, প্রায় ৩০০ বছরের পুরনো ইতিহাস রয়েছে এই দ্রুতগামী জুতার।
১৭৬০ সালে এই জুতার সাথে পরিচয় ঘটে বিশ্ববাসীর। সেই সময়ের পর থেকে ততটা জনপ্রিয় হয়ে না উঠলেও যুগ উন্নত হওয়ার সাথে সাথে আবার এই পুরোনো ঐতিহ্য ফিরে এসেছে তরুণ ও যুব সম্প্রদায়ের মাঝে।
দ্রুত হাঁটার জন্য পরিবহনের মাধ্যম হিসেবে এটি আবিস্কৃত হলেও, পরবর্তীতে এটি শুধু হাঁটার মধ্যেই সীমাবদ্ধ নেই। বিনোদন, খেলা, ব্যায়াম করতেও এখন এই পদ্ধতিটি ব্যবহার করা হচ্ছে।
জুতার নিচে একটি বা একাধিক চাকা যুক্ত করে তৈরি করা হয় এই রোলার স্কেট। আর এটি ব্যবহার করে করা প্রদর্শনীকে বলা হয় “রোলার স্কেটিং”। যা রাস্তায়, পার্কে, খোলা মাঠে করতে দেখা যায় অনেককে।
আবার মিউজিক ভিডিও, নাচ-গান, ভ্লগ, টিকটক, ও বিভিন্ন প্লাটফর্মে রোলার স্কেট নিয়ে বিভিন্ন প্রদর্শনী করতে দেখা যায় ছেলে-মেয়ে উভয়কেই।
এই প্রদর্শনীকে অনেকে বেছে নেয় নিজের অর্থ উপার্জনের মাধ্যম হিসেবেও। অলিম্পিক গেমসেও এটি একটি অন্তর্ভুক্ত খেলা এবং এটি নিয়ে এথলেটরা পুরষ্কারের জন্য লড়ে।
বরফের মধ্যে স্কেটিং করা অনেক দেশে বিনোদন ও সময় কাটানোর এক জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে।
রোলার স্কেটস (চাকার জুতা) এর উপকার
ফিটনেস বিশেষজ্ঞদের কাছ থেকে জানা যায়, রোলার স্কেটিং করার রয়েছে স্বাস্থ্য উপকারিতা।
ক্ষিপ্রতায় ও গতির সাথে এটি করা হয়। ফলে এ থেকে দেহের গতিশক্তি বাড়ে ও নিজের গতির উপর নিয়ন্ত্রণ রাখার সক্ষমতা লাভ হয়।
ক্ষিপ্রতার সাথে এতে দমও খরচ করতে হয় বিধায় শ্বাসতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে এটি কার্যকর। হাত, পা ও কোমরের পেশির ব্যবহার হওয়ায় এই পেশিগুলির উন্নতিও ঘটে এটির সাহায্যে।
হাঁটা, জগিং ও দৌঁড়ানোর ফলে যে উপকারগুলো পাওয়া যায়, তার প্রায় সবই পাওয়া যায় রোলার স্কেটিং করে।
রোলার স্কেটস ব্যবহারের খারাপ দিক
স্কেটিং-এ থামা ও চলা নির্ভর করে নিজের গতি নিয়ন্ত্রণের উপর। গতি কন্ট্রোল করতে না পারলে ও ভিড়ের মধ্যে এর দ্বারা অনাকাঙ্ক্ষিত ক্ষতি হবার ঘটনা ঘটতে দেখা যায়।
গাড়ি চলাচল করছে এমন জায়গা, মানুষের ভিড় আছে এমন জায়গায় স্কেটিং করা উচিত নয়। গতি নিয়ন্ত্রণে পুরোপুরি সক্ষম না হলে রোলার স্কেটস পায়ে লাগিয়ে স্কেটিং করতে বাইরে বের না হওয়াই ভালো।
রোলার স্কেটস ( চাকার জুতা) এর দাম
অনেক দোকান, কোম্পানি রোলার স্কেটস তৈরি ও বিক্রি করে থাকে। কিন্তু সবগুলোর মান ভালো না। চাকার জুতার মান যদি ভালো না হয়, তাহলে তা দূর্ঘটনার দিকে ঠেলে দিবে। তাই উন্নত মানের স্কেটস বা চাকা ব্যবহার করতে হবে। কোথায় পাবেন উন্নত মানের রোলার স্কেটস?
আপনাকে বেশি খুঁজাখুঁজি করতে হবে না। আলাউল ডটকম থেকে কম দামে ভালো মানের রোলার স্কেটস পেয়ে যাবেন। যা আর কোথাও পাবেন না। সাথে পাবেন প্রতিটি পণ্যে আকর্ষণীয় ডিসকাউন্ট। আলাউল ডটকম থেকে কিনলে অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন হোম ডেলিভারি। আপনার বিশ্বস্ততার সাথে আছে আলাউল।
বিভিন্ন রঙ ও ডিজাইনের চাকা পাবেন এই ই-কমার্স ওয়েবসাইটটিতে।
রোলার স্কেটস ( Roller Skates) এর মান ও দাম জানতে এখানে যান –
https://www.alaul.com/product-category/sports-accessories/
আলাউল এর কথা
রোলার স্কেটিং এর ভালো ও খারাপ দিক সম্পর্কে আপনাদেরকে বলা হলো।
রোলার স্কেটস ( চাকার জুতা) পায়ে দিয়ে স্কেটিং করুন সাবধানে। কম দামে ভালো মানের রোলার স্কেটস কিনুন আলাউল ডটকম থেকে।